Home » জেলার খবর » শুরু হলো কৃষি মেলা, সাথে বড় ঘোষণা

শুরু হলো কৃষি মেলা, সাথে বড় ঘোষণা

বীরভূম জেলায় সরকারী মাটি পরীক্ষা কেন্দ্র হতে চলেছে। মঙ্গলবার বীরভুমের সিউড়িতে কৃষি মেলাতে এসে ঘোষণা করলেন কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গম চাষ নিয়ে যে বিভ্রান্তি চলছে সেটা নিয়ে চাষিদের আশ্বস্থ করেছেন। কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, বীরভূম জেলায় রাজ্য সরকারের উদ্যোগে মাটির স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র করা হচ্ছে। চাষিরা কোন মাটিতে কি চাষ হবে বা ভালো ফলন হবে তাঁর জন্য মাটি পরীক্ষা করা হবে। এর আগে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাজ্য সরকারের যৌথ উদোগে মাটির স্বাস্থ্য পরীক্ষা করা হতো সেটা এবার থেকে রাজ্য সরকারের পরীক্ষাগারে করা হবে। রাজ্য জুড়ে বিরোধীরা গম চাষ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা নিয়ে মানুষকে সচেতন থাকতে হবে। পড়শি রাজ্যের ৫ কিমি সীমান্ত এবং মুর্শিদাবাদ জেলা ও নদীয়া জেলায় সম্পুর্নভাবে নিষিদ্ধ করা হয়েছে আগামি দুই বছরের জন্য। এর পরিবর্তে ওই এলাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে ডাল শস্য বীজ এবং তৈল বীজ বিনামুল্যে দেওয়া হবে। ওই সমস্ত এলাকার চাষিদের সতর্ক করা হচ্ছে কোন প্ররোচনায় পা দেবেন না সরকারের পরামর্শ মতো আপনারা চাষ করুন। যাবতীয় সহায়তা করা হবে। এর সঙ্গে রাষ্ট্রায়ত্ব ব্যাংক গুলি কিষান ক্রেডিট কার্ডে তারা ঠিক মতো চাষিদের সহায়তা করছেন না। এক মাত্র সমবায় ব্যাংক ৫ লক্ষের মধ্যে ৩ লক্ষ দিয়েছে। সমবায় ব্যাঙ্ক চাষিদের জন্য দারুন কাজ করে চলেছে।।
কৃষি মেলাতে তিনি ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অশোক চট্টোপাধ্যায়, সভাধিপতি বিকাস রায়চৌধুরী, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন রঞ্জন কুমার ঝাঁ সহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকেরা। আগামি তিনদিন এই কৃষি মেলা ও প্রদর্শনি চলবে।
ছবি ও ভিডিও শুভদীপ পাল
তথ্যঃ কৌশিক সালুই

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments