Home » ছাত্রবন্ধু » কৃষ্ণার লড়াই কে কুর্নিশ জানাতে বীরভূম লাল মাটির দেশের শপথ

কৃষ্ণার লড়াই কে কুর্নিশ জানাতে বীরভূম লাল মাটির দেশের শপথ

আজ আপনাদের অন্যরকম একটি গল্প বলবো। ব্রাজিল-আর্জেন্টিনা- ফুটবল- মোদি- GST ইত্যাদি থেকে একটু আলাদা।মুখ্য চরিত্র কৃষ্ণা বিশ্বাস।নেহাতই আমার আপনার পাশের বাড়ির মেয়ের মতোই এক আপাত সাধারণ অষ্টাদশী।কিন্তু খুব সাধারণ হয়েও কৃষ্ণারা কোথাও যেন অসাধারণ হয়ে যায়।

krishna-biswas

বীরভূমের রাজ নগরের বড়বাজারের প্রয়ান্ধকার একচালা এক কামরার ঘরে মা আর পাঁচ বোনের সংসার।বাবা পরিতোষ বিশ্বাস আজ বহু দিন নিরুদ্দেশ।মা নীলিমা বিশ্বাস অমানুষিক পরিশ্রমে মেয়েদের মানুষ করার লড়াই চালিয়ে যাচ্ছেন।মায়ের এই অদম্য জেদ ই হয়তো কৃষ্ণাকে উদ্বুদ্ধ করেছে।হাজারো প্রতিবন্ধকতাকে হেলায় হারিয়ে কৃষ্ণা এবছর রাজনগর উচ্চ বিদ্যালয় থেকে ৪৪০ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে।শুধু মাত্র নম্বর কেই প্রতিভার মানদণ্ড না ভেবে, তার এই লড়াই কে কুর্নিশ জানাতে বীরভূম লাল মাটির দেশের পক্ষ থেকে আমরা কৃষ্ণার পড়াশুনা চালিয়ে যেতে শপথ করেছি।

ইতিমধ্যেই যাদব পুর বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সিউড়ি বিদ্যাসাগর কলেজ ও সিউড়ি মহাবিদ্যালয়ে কৃষ্ণার ভর্তির অনলাইন আবেদনপত্র জমা করানো হয়েছে ও বিদ্যাসাগর কলেজে কৃষ্ণাকে ইতিহাস অনার্সে ভর্তিও করানো হয়েছে।

আগামী দিনে কৃষ্ণাকে হয়তো আরো অনেক লড়াই করতে হবে।আমরাও বীরভূম লাল মাটির দেশের পক্ষ থেকে সর্বত ভাবে তার পাশে থাকবো।কিন্তু এই লড়াইয়ে আমাদেরও আপনাদের সাহায্য প্রয়োজন।সবাই মিলে হাত মেলালে হয়তো সব যুদ্ধই জেতা সম্ভব।

সহযোগিতার জন্য যোগাযোগ করুন-
মোবাইল: 9083950005
একাউন্ট নং: 37114181326
IFSC: SBIN00008720
SBI, Kaijuli More Branch

Comments