Home » কবিতা ও ছড়া » ***মারণ ড্রাগের ছোবল***

***মারণ ড্রাগের ছোবল***

বাঁচাতে মরণাপন্ন প্রাণ,

অস্বীকার করা যায় না ড্রাগের অবদান।

 

আজ ড্রাগ নয় প্রাণ বাঁচানোর উপাদান,

নেশার সামগ্রী হয়ে কাড়ছে শত শত প্রাণ।

 

বাঁচতে গেলে লাগে না  পেট ভরা, রুটি ভাত,

এক পুরিয়া ড্রাগ মাতাবে  নেশায় দিন রাত।

 

আমার ,আপনার আদরের ভাই, বোন, ছেলে, মেয়ে

ড্রাগের নেশায় পড়ছে জড়িয়ে  স্কুলে ,কলেজে গিয়ে।

 

যুব সমাজের রক্তে মিশেছে আজ ড্রাগের উন্মাদনা,

নেশাগ্রস্থকে ড্রাগ ছাড়া বাঁচানো ,এক কষ্টসাধ্য সাধনা।

 

ড্রাগের নেশায় ধংস হচ্ছে  ভবিষ্যৎ সমাজ গড়ার কারিগর,

রেডলাইট এলাকা, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল হোষ্টেলগুলো ড্রাগের আঁতুড়ঘর।

 

জানি না কীভাবে বাঁচবে এইসব তরতাজা প্রাণ?

শিক্ষিত সমাজকে এগিয়ে এসে নিতে হবে যথাযোগ্য  অবদান।

 

কাবু মণ্ডল

26/6/2016

 

“আন্তর্জাতিক ড্রাগের অপব্যবহার” দিবসে আসুন সবাই  ড্রাগের সর্বনাশা দিক সম্পর্কে সবাইকে সচেতন করি…..

Comments