মহঃবাজার থানার অন্তর্গত গনপুর ও চরিচা এই দুই গ্রাম পঞ্চায়েতের প্রায় হাজার খানেক আদিবাসী মহিলা একত্রিত হয়ে গড়ে তুললেন একটি সমবায় সমিতি। এই সমিতির থেকে উপকৃত হবে এই দুই পঞ্চায়েতের বহু মানুষ। গতকাল আনুষ্ঠানিক ভাবে এই সমবায়ের উদ্বোধন করেন কৃষি মন্ত্রী আশিস ব্যানার্জি ও আদিবাসী গাওতার সম্পাদক রবীন সোরেন।এই সমবায়ের প্রধান কাজ হবে মানুষের প্রয়োজনীয় বিভিন্ন জিনিস তৈরি করে পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম বিক্রি করা।যেমন শালপাতা,ঝাটা,আসন,হাত পাখা তৈরি এছাড়াও মুরগি প্রতিপালন, ডিম উৎপাদন এছাড়াও বিভিন্ন সবজি ও ফলের চাষ। স্বাভাবিক ভাবেই এই উদ্দেশকে সাধুবাদ জানিয়েছেন কৃষি মন্ত্রী আশিস ব্যানার্জি।
ভিডিও ও তথ্যঃ পাপাই বাগদি
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]