শিক্ষকের অভাবে, ছাত্রের অভাবে কিংবা পরিকাঠামোর অভাবে স্কুল বন্ধের ঘটনা শোনা গেলেও বাঁদরের অত্যাচারে স্কুল বন্ধের ঘটনা নজিরবিহীন। এমনই ঘটনা ঘটেছে বীরভূমের সিউড়ীর নিকটবর্তী কোমা প্রাথমিক ও হাইস্কুলে। বিগত কয়েক দিনে বাঁদরের আক্রমণে সাত জন আক্রান্ত হওয়ার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে। শিক্ষকেরা স্কুলে এলেও আতঙ্কিত ছাত্র ছাত্রীরা স্কুলে আসতে চাইছে না। অভিভাবকরাও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। বনদপ্তরের কর্মীরা বাঁদর ধরার সরঞ্জাম নিয়ে আজ এলাকায় পৌঁছালেও এখনো পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি ঘটেনি।