মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে চাঞ্চল্যকর অভিযোগ
বীরভূমের মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে চাঞ্চল্যকর অভিযোগ। অ্যাম্বুল্যান্সের চিকিৎসকের বদলে মেকানিক! বর্ধমান থেকে কলকাতায় আনার পথে অ্যাম্বুল্যান্সেই মারা যায় অরিজিৎ দাস। পরিবারের অভিযোগ, অ্যাম্বুল্যান্সে চিকিৎসক থাকার কথা থাকলেও, তার বদলে একজন এসি মেকানিক ছিলেন। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অ্যাম্বুল্যান্স চালক ও ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ।
বুধবার মাধ্যমিক পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়ে নলহাটির নশিপুরের বাসিন্দা অরিজিৎ দাস। জ্বরের সঙ্গে কোমরে ব্যথা শুরু হয়। প্রথমে নলহাটি, পরে রামপুরহাটের একটি নার্সিংহোমে ভরতি করা হয় তাকে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল, বর্ধমানের একটি নার্সিংহোমে ওই ছাত্রটিকে ভর্তি করা হয়।
অভিযোগ, সন্ধে পর্যন্ত সেখানে কোনও চিকিৎসাই হয়নি। এরপরই রোগীকে কলকাতায় আনার সিদ্ধান্ত নেন পরিবারের লোকজন। নার্সিংহোম কর্তৃপক্ষই অ্যাম্বল্যান্সের ব্যবস্থা করে। ১৬ হাজার টাকায় অ্যাম্বুল্যান্স ভাড়া করে কলকাতায় আনার পথেই ছাত্রটি মারা যায়।
তথ্যঃ নিউজ 18 বাংলা