বীরভূমের নানুরের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা অরুণ পালের বাড়ির বারান্দায় চলছিল বাজি তৈরির কাজ। সেইসময় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে আগুন লেগে যায় মজুত রাখা বাজিতে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় বাড়ির ছাদ। কেঁপে ওঠে আশেপাশের বাড়িগুলিও। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাত লাগান স্থানীয়রাই। পরে বোলপুর থেকে যায় দমকলের ২টি ইঞ্জিন। তবে অনেক বাজি ও বাজি তৈরির মশলা থাকায় আগুন আয়ত্তে আসার আগেই পুড়ে যায় বাড়ির অনেকটা অংশ।
বাড়ির মালিক অরুণ পালের বলেন, বাজি তৈরির বৈধ কাগজপত্র তার আছে। তুবড়ি থেকে বিস্ফোরণ হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তথ্যঃ সৌতিক চক্রবর্তী
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]