Home » ভালো কিছু করি » রাতুলের পাশে বীরভূম লাল মাটির দেশ

রাতুলের পাশে বীরভূম লাল মাটির দেশ

আজ ২৮/১২/২০১৭ তারিখে বীরভূম লাল মাটির দেশের সদস্যরা রাতুলের বাড়ি গিয়ে তার চোখের অপারেশনের জন্য ১৮০০০/- (আঠারো হাজার) দিয়ে এলো।
এই অর্থ সংগ্রহ হয়েছে কেবলমাত্র আপনাদের মত উদার ও মানব দরদী মানুষগুলির বাড়িয়ে হাতের প্রচেষ্টায়। এত অল্প সময়ে (মাত্র ৩ দিনে) আমরাও কখনো ভেবে উঠতে পারিনি যে এতটা অর্থ উনাদের হাতে তুলে দিতে পারবো। আপনারা এভাবে এগিয়ে আসায় আমরাও খুবই খুশি।
এরপর বলি, প্রথমেই একটু ভুল আমাদের হয়েছিল, তাহলে বাচ্চাটির নাম। প্রথমে যখন কথা হয় তখন শুনি ‘রাতুল’। পরে জানতে ওর নাম আসলে ‘রাহুল চৌধুরী’। আমরাও গিয়ে যখন রাতুল নামেই ডাকতে শুরু করি তখন রাহুল বলে তার নাম রাতুল নয়, রাহুল। তারপর ওর মা আজ থেকে ওর ডাক নামই রেখেদিল রাতুল।
কি করুণ অবস্থা তা চোখে না দেখলে হয়তো বিশ্বাসও করবেন না। আহমেদপুর রেল লাইনের এক পাড়ে একচালা ঘর। বাড়ির খরচ জোগানোর মত মাত্র দুজন, তাও আবার দুজনেই মহিলা, দুজনেই পরের বাড়িতে কাজ করেন। রাহুলের মা ও দিদা, আর কেউ নেয়। রাহুলের বাবা, ওর বয়স যখন ৩ বছর, তখনই ইহলোক ত্যাগ করে চলে গেছেন। যা আয় তাতে ৩০০০০ টাকা উনাদের কাছে কোটি টাকার সমান।
রাহুলের চোখে আঘাত লাগে পূজার সময় অষ্ঠমীর দিন। তারপর থেকে সেভাবে চিকিৎসাও করাতে পারেন নি মা। কিন্তু মা প্রচেষ্টারও শেষ কিছু রাখেননি। ভালো স্কুলে ভর্তিও করেছেন।
তা যায় হোক এত অল্প সময়ে বলে সবকিছু শেষ করতে পারবো না।
পরবর্তী প্রসঙ্গে আসি। আগামীকালই ওরা রওনা দিচ্ছে ব্যারাকপুর দিশাতে অপারেশনের জন্য। আমাদের এবং আপনাদের সকলের আশীর্বাদে, ভালোবাসায় আশাকরি রাহুলের দুই চোখ সুস্থ হয়েই ফিরে আসবে।

আমাদের নিজস্ব অভিজ্ঞতায় আমরা এখনো পর্যন্ত যতগুলো কাজ করেছি, যতজনের পাশে থাকার চেষ্টা করেছি, তাদের মধ্যে এই কাজটি ছিল সবথেকে কঠিনতম কাজ বা পরীক্ষা, আর সেই কাজে বা পরীক্ষায় আপনারা এমন ভাবে এগিয়ে এসেছেন, তাতে কি বলে কৃতজ্ঞতা জানাবো সেই ভাষা আমাদের কাছে নেই।

যারা এই কর্মযজ্ঞে অংশগ্রহন করেছিলেন-
লক্ষিনারায়ন মন্ডল – ৫০০/-
সমর মন্ডল – ১০০/-
গিরিধারী সেন – ১০/-
গৌরব মিস্ত্রি – ১০১/-
জি.এম. সরকার – ৫০০/-
সজল পাল – ৫০০/-
Saita Das – ২০০/-
বিবেক রায়চৌধুরী – ১০০/-
গৌতম অধিকারী – ৫০০/-
আব্দুল করিম মির্ধা – ৫০০/-
মনোদিপ মন্ডল – ২০০/-
নাম জানা যায়নি – ৩০০/-
সুভাষ দাস – ১০০/-
বাবলু দত্ত – ৫০০/-
অর্জুন রায় -১০০/-
বিদ্যুৎ -১৫১/-
সোমনাথ দাস – ১০০/-
সুমন্ত রজক – ১০০/-
সৌতিক চক্রবর্তী – ১০০/-
নাম প্রকাশে অনিচ্ছুক – ১০০/-
সন্দীপ গুপ্ত – ১০০০/-
চিরঞ্জিৎ সেন – ৫০০/-
অনির্বান মন্ডল – ৩০০০/-
মৌমিত কান্তি মন্ডল – ১০০/-
শুভঙ্কর সাহা – ১০০/-
শিল্পা সাউ – ৫০০/-
রাজেশ মন্ডল – ১০০/-
নাম জানা যায়নি – ৫০০০/-
বিশ্বজিৎ পাল – ৩০০/-
ইনতিয়াজ – ১০০/-
শুভঙ্কর চট্টরাজ – ৫০০/-
অভিষেক চক্রবর্তী – ১০০০/-
সাগর কুন্ডু (সদস্য)- ৫০০/-
সুধাময় দত্ত – ১০০/-
গৌরহরি চক্রবর্তী ( সদস্য ) – ৪৩৮/-
এছাড়াও স্থানীয় দুটি WhatsApp গ্রূপ ‘খোলা হওয়া‘ এবং ‘নতুন সকাল‘-এর  সহযোগিতায় রাতুলের চিকিৎসার খরচ পুরোটাই উঠে এসেছে।

আগামী দিনগুলোতেও আশাকরি আপনারা এইভাবেই পাশে থাকবেন।
ধন্যবাদান্তে—-
বীরভূম-লাল মাটির দেশের সদস্যবৃন্দ।

Comments