Home » জেলার খবর » আনুষ্ঠানিকভাবে নির্মল বাংলার ঘোষণা

আনুষ্ঠানিকভাবে নির্মল বাংলার ঘোষণা

বাউল, নাটক ও অন্যান্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত মল্লারপুর ১ ও ২,কানাচি,বাজিতপুর গ্রাম পঞ্চায়েত এলাকাভুক্ত অঞ্চলকে আজ আনুষ্ঠানিকভাবে নির্মল বাংলা ঘোষণা করলেন জেলা শাসক পি মোহন গান্ধী মহাশয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরী মহাশয়,ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্র নাথ ব্যানার্জী,বি ডি ও সুশান্ত কুমার বসু , বিধায়ক অভিজিৎ রায়।
প্রথমে মল্লারপুর কিষান মান্ডি থেকে পদ যাত্ৰা করে পঞ্চায়েত সমিতির কাছে এসে শেষ হয়।অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন জেলা শাসক পি মোহন গান্ধী ও বিকাশ রায় চৌধুরী মহাশয়।সুশান্ত বাবু বলেন নির্মল বাংলা গড়ার লক্ষে আমরা সকাল থেকে প্ৰত্যেক দিন গ্রামে গ্রামে গিয়ে অভিযান চালিয়েছি।আর আমরা গ্রামে গ্রামে অনুষ্ঠান করে গ্রামের মানুষকে বুজিয়েছি খোলা জায়গায় মল ত্যাগ করলে কি কি ক্ষতি হয়।গ্রামের মানুষ আমাদের কথা শুনেছেন আর আমাদের সাথে শপথ করেছে প্ৰত্যেক বাড়িতে শৌচাগার বানাবে।এই অভিযান আমাদের সফল হয়েছে। প্ৰত্যেক গ্রামে বাড়িতে বাড়িতে শৌচাগার বানিয়েছেন, তাই আমাদের অভিযান সফল হয়েছে আর আমরা নির্মল বাংলা গড়েছি
এবং দুঃস্থ ৩ টি পরিবারের অসুস্থ বাচ্চার মায়ের হাতে কিছু ফল ও আর্থিক সাহায্য তুলেদিলেন জেলা শাসক পি মোহন গান্ধী ও বিডিও সাহেব, সাথে সাথে ওই পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন।
ভিডিও ও তথ্যঃ ভিক্টর

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments