Home » জেলার খবর » নদীতে তলিয়ে গেল ছাত্র

নদীতে তলিয়ে গেল ছাত্র

২১ জুনঃ- নদীতে স্নান করতে নেমে বালি তোলার ঘাটে তলিয়ে গেলো এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে বীরভূমের সিউড়ি থানার ভান্ডীবন এলাকার ময়ূরাক্ষী নদীতে। নিখোঁজ ছাত্রের খোঁজে তল্লাশি চলছে। এদিন সন্ধ্যা পর্যন্ত তার দেহ উদ্ধার হয় হয়নি। ডুবুরি নিয়ে এসে নিখোঁজ ছাত্রকে খোঁজার চেষ্টা করছে পুলিশ ও দমকল বাহিনী।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে বুধবার দুপুরে সিউড়ি ঠ্যাঙার করিধ্যা গ্রামের মনোজিত (১৮)নামে এক স্কুল ছাত্র ময়ূরাক্ষী নদীতে লতাবুনি বালি ঘাটে তার আরো ৫ বন্ধুকে নিয়ে স্নান করতে যায়। বালি ঘাটের খালে নামলে মনোজিত জলে তলিয়ে যায়। নদীতে স্নান করতে গেলেও সে ও তার বন্ধুরা সেই ভাবে কেও সাঁতার কাটতে জানতো না বলে জানা গিয়েছে। নদীর নির্জন স্থান ও দুপুর হওয়ার কারনে সেখানে তেমন লোকজন ছিলনা। এর পর ওই বন্ধুরা লোকবসতির কাছে এসে ও ফোনে পরিবার কে খবর দেয়। সকলে এসে নদীর জলে নেমে খুঁজতে শুরু করে মনোজিত কে। ইতি মধ্যেই ঘটনাস্থলে মহম্মদ বাজার ও সিউড়ি থানার পুলিশ এবং দমকল বাহিনী পৌঁছায়। সবাই মিলে তল্লাশি চালালেও সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। ইতি মধ্যেই ডুবুরি তলব করা হয়েছে উদ্ধার করার জন্য। স্থানীয়দের দাবি ওই স্থানে প্রায় ২ বিঘে এলাকা জুড়ে বালি তোলা হচ্ছে ফলে গভীর খালও হয়ে গিয়েছে। সেই খালের জলে তলিয়ে গিয়েছে ওই স্কুল ছাত্রটি। প্রথমে ওই এলাকার বাসীরা পুলিশ ও দমকল বাহিনীকে ঘটনাস্থলে ঢুকতে দেয়নি। স্থানীয় বাসিন্দা উজ্বল বিশ্বাস বলেন, সাঁতার না জানার ফলে ওই ছাত্রটি তলিয়ে গিয়েছে। আমরা সবাই মিলে ওর খোঁজে তল্লাশি করেছি। কিন্তু গভীর জল হওয়ার কারনে নিচে পর্যন্ত পৌছানো যাচ্ছে না। ডুবুরি উদ্ধার করে ফেলবে বলে আমাদের অনুমান। বীরভূম জেলান পুলিশ সুপার নীল কান্তম সুধীর কুমার বলেন, ডুবুরি আনা হয়েছে আরো আনা হচ্ছে উদ্ধারের জন্য। ম্যাসাঞ্জোর জলাধার থেকে জল ছাড়ার জন্য জলের স্রোত আছে তাই উদ্ধারে একটু সময় লাগছে। আশা করছি দ্রুত উদ্ধার করা হবে ওই স্কুল ছাত্রকে।
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments