Home » জেলার খবর » বীরভূম জেলাশাসকের উৎসাহে রাজ্যে এই প্রথম চালু হলো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সামগ্রিক তথ্য নিয়ে একটি ওয়েব সাইট

বীরভূম জেলাশাসকের উৎসাহে রাজ্যে এই প্রথম চালু হলো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সামগ্রিক তথ্য নিয়ে একটি ওয়েব সাইট

বীরভূম, ০৭, জুলাই-
রাজ্যে এই প্রথম বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সামগ্রিক তথ্য নিয়ে একটি ওয়েব সাইট চালু করল বীরভূম জেলা প্রশাসন। শুক্রবার বোলপুরে এই পাইলট প্রজেক্টের উদ্বোধন করেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এই প্রকল্পের নাম দেবার ইচ্ছা প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে মুখ্যমন্ত্রীর হাত দিয়েই এই প্রকল্প আনুষ্ঠানিক ভাবে শুরু করতে চাইছেন জেলা প্রশাসন। প্রশাসনিক সুত্রে খবর বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুবিধার্থে নানা প্রকল্প রয়েছে কিন্তু সঠিক তথ্য না থাকার ফলে তাদের কাছে সে সব সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। পাশাপাশি শারীরিক নানা সমস্যা নিয়ে ওই সব মানুষদের ছুটে যেতে হয় সরকারী সার্টিফিকেট বা সুবিধা পেতে। এই নতুন প্রকল্পের মাধ্যমে সব কিছুই অনলাইনের মাধ্যমে করা যেমন সম্ভব হবে, সেরকম সরকারী ভাবে যাবতীয় তথ্য থাকবে প্রশাসনের কাছে। গত দেড় বছর ধরে জেলা শাসক পি মোহন গান্ধীর উৎসাহে এই কাজ করা হচ্ছিল। “বিভিন্ন সময়ে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের থেকে নানা রকম অভিযোগ পেয়ে থাকি। কখনো সার্টিফিকেট না পাওয়ার সমস্যা, কখনো পরিচয় পত্র না পাওয়ার সমস্যা, কখনো সরকারী সুবিধা না  পাওয়ার সমস্যা – এবার থেকে এগুলো আর থাকবে না বলেই আমাদের আশা,” বলছিলেন বীরভূমের জেলা শাসক পি মোহন গান্ধী। এই ওয়েব সাইটে জেলার সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের তথ্য দেওয়া হয়েছে, পাশাপাশি এখান থেকেই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য আবেদন করা, মেডিক্যাল বোর্ডে ডাক, সার্টিফিকেট ও পরিচয় পত্র দেওয়া, সরকারী নানা প্রকল্প নিয়ে পূর্ণ তথ্য দেওয়া হয়েছে। প্রায় চার হাজার আই সি ডি এস কর্মী গত ছয় মাস ধরে জেলার প্রতিটি প্রান্তের প্রায় ষাট হাজার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সম্পূর্ণ তথ্য সংগ্রহ করেছেন। কে কত শতাংশ প্রতিবন্ধী, তাদের ঠিকানা, তাদের যোগযোগ নম্বর সবই দেওয়া হয়েছে এখানে। জেলা শাসক বলেন, “আমরা যখন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য ক্যাম্প করি, বহু মানুষ এসে যান। চিকিৎসকেরা তাদের সবাইকে দেখে উঠতে পারেন না। এতে হায়রানি বাড়ে। এবার থেকে আমরা, প্রশাসনের তরফ থেকে যতজনকে দেখা সম্ভব, ততজনকেই ফোন করে জানিয়ে দেওয়া হবে – এতে কাজের সুবিধা যেমন হবে সেরকম তাদের হায়রানি কমবে” । যাদের চল্লিশ শতাংশ বা তার বেশী প্রতিবন্ধী তারাই সরকারী সুবিধা পেতে পারেন বলে জানানো হয়েছে। এই ডাটাবেসের উপর ভিত্তি করেই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুযোগ সুবিধা তুলে দেওয়া হবে। বীরভূমের জেলা শাসক পি মোহন গান্ধী জানালেন, “এবছর মার্চ মাসে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী যখন এই জেলায় আসেন, তখন আমরা তাকে এই প্রকল্পের কথা জানিয়েছিলাম। তিনি ভীষণ উৎসাহী। তিনি বলেছিলেন এই প্রকল্পের নাম তিনি দেবেন।” জেলা প্রশাসন তাই চাইছে এরপর যখন মুখ্যমন্ত্রী জেলায় আসবেন, তখন বড় করে এই প্রকল্পের সুচনা করতে, তার আগে এটা পাইলট প্রজেক্ট হিসাবেই চালানো। আজকের অনুষ্ঠানে রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, পুলিশ সুপার সুধীর কুমার নীলকান্তম সহ বিভিন্ন সরকারী আধিকারিকেরা।
তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments