Home » জেলার খবর » নবনির্মিত দক্ষিনবঙ্গ পরিবহন নিগমের সিউড়ি বাস ডিপোর উদ্বোধন অনুষ্ঠান

নবনির্মিত দক্ষিনবঙ্গ পরিবহন নিগমের সিউড়ি বাস ডিপোর উদ্বোধন অনুষ্ঠান

বীরভূম ৭ জুলাইঃ- নবনির্মিত দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের সিউড়ির বাস ডিপোর উদ্ভোধন করলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি কয়েকটি রুটের বাস পরিষেবা শুরু করলেন। শুক্রবার বিকেলে এই উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ও দক্ষিণ বঙ্গ পরিবহন নিগমের চেয়ারম্যান তমোনাশ ঘোষ, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, এস আর ডি এ চেয়ারম্যান অনুব্রত মন্ডল, অশোক চট্টোপাধ্যায়, সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, পরিবহন সচিব আলাপন বন্দোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা।
বীরভূমের সিউড়ির হাটজন বাজারে দক্ষিণ বঙ্গ পরিবহন নিগমের ১৪তম ডিপোর এদিন আনুষ্ঠানিক উদ্ভোধন হল। এর সঙ্গে কোলকাতা থেকে সিউড়ি ফেরার জন্য শেষ বাস সহ, সিউড়ি-মালদা ভায়া মুড়ারই এবং সিউড়ি লালগোলা রুটে তিনটি নতুন বাসের উদ্ভোধন করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত বছরে বীরভূমে এসে সিউড়িতে দক্ষিণ বঙ্গ পরিবহন নিগমের ও রামপুরহাটে উত্তর বঙ্গ পরিবহন নিগমের বাস ডিপো করার কথা ঘোষণা করেছিলেন। সেই মতো ৯৮.০৩ লক্ষ টাকা ব্যায়ে ১. ২০ একর জমিতে সিউড়ির বাস ডিপোর উদ্ভোধন হল এবং রামপুরহাটের ডিপো নির্মাণের কাজ চলছে। এর ফলে জেলা র সঙ্গে ভিন জেলা তথা প্রতিবেশী রাজ্য গুলির সঙ্গে সড়ক পথে যোগাযোগ আরো ভালো হল। শুভেন্দু অধিকারী বলেন, গন পরিবহন ব্যবস্থা মানুষের সেবার জন্য ক্যাডার পোষার জন্য নয়। বাম আমলে ১ টি বাসের অনুপাতে ১১ জন করে কর্মী ঢোকানো হয়েছিল। যাতে এই সরকারী পরিবহন নিগম গুলি ধ্বংস হয়ে যায়। আমরা সেটা কমিয়ে ৪ এর কাছে নিয়ে এসেছি। সেই কারনে বর্তমান সরকারকে ৭০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়। পুরাতন ৫ টি নিগম ও নতুন ৩ টি নিগম কে এর মধ্যে ৩৮২ কোটি টাকা পুরোনো পেনসেন, গ্রাচুইটি, পিএফের জন্য দিতে হয়। আমরা বর্তমানে পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে পেশাদারিত্ব দেখিয়ে বাম আমলে ধুকতে থাকা সরকারী বাস সেবাকে আমরা ভালো জায়গায় নিয়ে এসেছি। এই ডিপোর ফলে জেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে যাবে।
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments