Home » জেলার খবর » অভাব অভিযোগের নতুন হেল্পলাইন

অভাব অভিযোগের নতুন হেল্পলাইন

অভাব অভিযোগ জানানো এবং সরকারী তথ্য জানার জন্য টোল ফ্রি হেল্প লাইন ও ওয়েবসাইট চালু করলো বীরভূম জেলা প্রশাসন। শুক্রবার জেলা শাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই পরিষেবা শুরু হল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক পি মোহন গান্ধী, সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, অতিরিক্ত জেলা শাসক উমা শঙ্কর এস, রঞ্জন কুমার ঝাঁ, জেলা পুলিশ সুপার সুধীর কুমার নীলকান্তম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই পরিষেবার সঙ্গে সঙ্গে জেলা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় ওয়াল অফ হেল্প কেন্দ্র চালু করা হয়েছে।
জমি সংক্রান্ত হোক বা যে কোন ধরনের দুর্নীতির অভিযোগ বা কোনো পরিষেবা পেতে যদি কেউ যদিও তাঁর প্রাপ্য থেকে বঞ্ছিত হচ্ছেন কোনো ভাবে। সেই অভিযোগ এখন লিখিত ভাবে না হলেও চলবে। বীরভূম জেলা প্রশাসন একটি ওয়েব সাইট করেছে সেখান গিয়ে সংশ্লিষ্ট বিষয় নথিভুক্ত করতে পারবেন। এখন জেলা শাসকের অফিস, মহকুমা শাসক ও বিডিও অফিসে সরাসরি অভিযোগ করা যাবে। পর্যায়ক্রমে পুলিশসহ সমস্ত দফতরকে আগামি মাস তিনেকের মধ্যে জুড়ে দেওয়া হবে অনলাইনে। পাশাপাশি পথে ঘাটে যে কোনো ধরনের বিপদে বা সমস্যায় পড়লে ১৮০০৩১৩৭৪৬৪ নাম্বার দেওয়া হয়েছে সেখানে ফোন করতে পারবেন নাগরিকেরা। জেলা শাসকের অফিস সংলগ্ন স্থানে ওয়াল অফ হেল্প করা হয়েছে। যেখান জামা কাপড় সহ বাড়িতে অব্যবহৃত জিনিসের ড্রপ বক্স করা হয়েছে। ওই ড্রপ বক্সে জমা পরা জামা কাপড় সহ অন্যন্য জিনিস দুঃস্থ মানুষের কাছে পৌঁছে দেবে বীরভুম লাল মাটির দেশ নামে এক সংস্থা। সাধারন মানুষ ওই ড্রপ বক্সে নতুন বা পুরাতন জামা কাপড় ভরে দিলে সেটা সংগ্রহ করে দুঃস্থ মানুষের কাছে পৌঁছে দেবে ওই সংস্থা। জেলা শাসক পি মোহন গান্ধী বলেন,এবার থেকে যে কোনো ধরনের অভিযোগ অন লাইনে করা যাবে। পরবর্তী সময়ে তাঁর কি অবস্থা সেটাও তিনি ফোন করে বা অন লাইনে জানতে পারবেন।
তথ্যঃ কৌশিক সালুই

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments