আগে আপনাদের কৃষ্ণার কথা বলেছি।আজ বলবো সমীর আর রমেশের কথা।
তার আগে একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না।
আচ্ছা, বীরভূম বলতেই আপনাদের কি মনে আসে? লাল মাটি, বাউল, আদিবাসী পল্লীর গোবর নিকোনো উঠোন, মাদল ,মহুয়ার গন্ধ ……এই তো? কিন্তু রোদ চশমার আড়াল থেকে DSLR এ চোখ রাখলে কিন্তু সমীর, রমেশ দের খুঁজে পাবেন না। তাই তাদের গল্পই আপনাদের শোনাবো।
রমেশ টুডু এবং সমীর টুডু, দুজনেই এবছর মাধাইপুর পল্লীমঙ্গল বিদ্যালয় থেকে কলা বিভাগে যথাক্রমে ৪৩৯ ও ৪২৭ নম্বর পেয়ে এবার উচ্চমাধ্যমিক পাশ করেছে।দুজনেই তাদের পরিবারের প্রথম প্রজন্মের সাক্ষর।প্রত্যন্ত গ্রামের বাড়ি থেকে স্কুল বহু দূরে হওয়ায় দুজনেই ছাত্রাবাসে থেকে পড়াশুনা করেছে।বাড়িতে চূড়ান্ত অভাব।পড়াশুনা চালিয়ে যাওয়াটাই যেখানে একটা যুদ্ধ সেখানে কোচিং তো বিলাসিতা।তাই প্রতিনিয়ত ক্ষিদের সাথে লড়াই করে পাওয়া এই ৪৩৯ আর ৪২৭ কে নম্বরের মাপদণ্ডে মাপাটা ঠিক হবেনা।
রমেশ ও সমীরের এই লড়াই কে সম্মান জানিয়ে আমরা বীরভূম লাল মাটির দেশের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সিউড়ি বিদ্যাসাগর কলেজ ও সিউড়ি মহাবিদ্যালয়ে ভর্তির অনলাইন আবেদন পত্র জমা করানোর ব্যবস্থা করা হয়েছে।বর্তমানে দুজনেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে অনার্স নিয়ে ভর্তিও হয়েছে।আগামী দিনে তারা যতদিন পড়াশুনা করতে চায়, ততদিন তাদের পাশে থাকতে বীরভূম লাল মাটির দেশ বদ্ধপরিকর।কিন্তু এই প্রয়াসে আপনাদের মতো আপামর শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সক্রিয় সহযোগিতা বিশেষ প্রয়োজন।
সহযোগিতার জন্য যোগাযোগ করুন-
মোবাইল: 9083950005
একাউন্ট নং: 37114181326
IFSC: SBIN00008720
SBI,Kaijuli More Branch