Home » কবিতা ও ছড়া » শ্রদ্ধা

শ্রদ্ধা

তুমি ভালো থেকো কালিকা দা।

তুমি গায়ক ,তুমি পাঠক
তুমি দোহা।
তুমি শিল্পী ,তুমি কবি
তুমি দোহা।
তুমি ভালো থেকো কালিকা দা।

তুমি সুরকার ,তুমি গীতকার
তুমি মাটি ,তুমি গান
তুমি বাউল,তুমি ফকির
তুমি একতারা র তার ,তুমি শিকড় ভূমির টান।
তুমি ভালো থেকো কালিকা দা।

তুমি প্রেরণা,তুমি চেতনা,
তুমি ধ্বনি ,তুমি বানী,
তুমি বাঁশী ,তুমি সুর
তুমি লালন,তুমি মনসুর।
তুমি ভালো থেকো কালিকা দা।

তুমি ভাটিয়াল,তুমি কবিয়াল
তুমি কীর্তন,তুমি টুসু -বিহুর তাল,
তুমি এক মুঠোরোদ্দুর,তুমি দোহার সঞ্চার।
তুমি ভালো থেকো কালিকা দা।

তুমি মনের মানুষ ,তুমি মাটির মানুষ
তুমি মাটিতে গেছো মিশে
হওয়ার সুরে ভেসে ।
তুমি ভালো থেকো কালিকা দা।

তুমি ছিলে,তুমি আছো
তুমি থাকবে চিরকাল
তুমি তোমার দোহার
তুমি লোকগীতির নয়া রূপকার
তোমাকে আমার প্রণাম
তুমি দোহা , ভালো থেকো কালিকা দা।

শ্রদ্ধা…।

মীর গোলাম সাবীর আলী।

Comments