Home » কবিতা ও ছড়া » মানুষ

মানুষ

সব মানুষই আগুন মাখে
বুক ভর্তি স্বপ্ন আঁকে
সব মানুষই উনুন আঁচে
সব হারিয়ে জীবন দেখে।
সব মানুষের চক্ষু আছে
ভিতর ভিতর গোপন দিঘী
জলে চড়ে জীবন বৈঠা
প্রতি মোড়ে মাখামাখি।
সব মানুষ আকাশ দেখে
আগুন ছুঁয়ে জল খোঁজে
সব মানুষই চক্ষু ভাজে
গোপন একটি পথ রাখে।
সব মানুষই আমার মত
গলির মোড়ে সুখ সন্ধানী
রিকশার চাকায় ইঞ্জিন দেখে
সব মানুষই জীবন লোভী।
রাত প্রহরীর শব্দ চয়ন
ঘুম কাতুরের রাত জাগরন
জেগে জেগে স্বপ্ন দেখে।
সব মানুষই আগুন মাখে
সব হারিয়ে জীবন দেখে।

—-সৌভিক সাহা

Comments