Home » কবিতা ও ছড়া » শব্দহীন দীপাবলি

শব্দহীন দীপাবলি

সকলের কাছে একটা আর্জি বা অনুরোধ,
আমাদের সবার আসুক পরিবেশ রক্ষার বোধ।

এবার কালীপূজা এবং দীপাবলি হোক শব্দবাজি হীন,
আলোর রোশনাই ভেসে যাক অন্ধকার মলিন।

শব্দবাজি সে তো একপ্রকার শব্দের সন্ত্রাস,
বয়স্ক, শিশু, রোগী, পশুপাখিদের কষ্ট দিয়ে,
তোরা কী আনন্দ পাস?

তাছাড়া ছড়ায় বারুদের গন্ধ, চারিদিকে বিষময়,
আমার ,তোমার ,সকলেরই এতে শ্বাসকষ্ট হয়।

দীপাবলি বা কালীপুজো হোক আনন্দে ভরা উৎসব সকলের,
আপন পৃথিবীকে দূষিত করে, কী লাভ আখের?

সীতাকে উদ্ধার করে অযোধ্যায় নিয়ে আসা,
তাই তো শুরু উৎসব দীপাবলি ,
একে অপরকে কষ্ট না দিয়ে ,সবাইকেই নিয়ে চলি।

প্রদীপের আলো ছড়িয়ে পড়ুক
মনের অন্ধকারতম প্রতিটি কোণে
শব্দের বাজি থাকুক দোকানেই পড়ে,
এই সংকল্পবদ্ধ হই প্রতি জনে।

কাবু মন্ডল

Comments