Home » উৎসবে আনন্দদান » জাতি ধর্ম নির্বিশেষে আর্থিক ভাবে পিছিয়ে পরা পরিবারের জেলার ১৫২০ জন শিশুকে উৎসবের উপহার প্রদান (পর্ব -১)

জাতি ধর্ম নির্বিশেষে আর্থিক ভাবে পিছিয়ে পরা পরিবারের জেলার ১৫২০ জন শিশুকে উৎসবের উপহার প্রদান (পর্ব -১)

উৎসবে আনন্দদান – জাতি ধর্ম নির্বিশেষে আর্থিক ভাবে পিছিয়ে পরা পরিবারের জেলার ১৫২০ জন শিশুকে উৎসবের উপহার প্রদান (পর্ব -১)
“উৎসবে আনন্দদান ২০২৩ ”- ১৬ ই অক্টোবর ২০২৩, সকাল ১১ টায় সিউড়ী রবীন্দ্রসদন
এবছর আমরা নুতন জামা উপহার দিতে সমর্থ হয়েছি জেলার ১৯ টি ব্লকের ১৫২০ জন শিশুকে । ১৬ ই অক্টোবর ২০২৩, সকাল ১১ টায় সিউড়ী রবীন্দ্রসদন মঞ্চে মূল অনুষ্ঠানে উপস্থিত ছিল ২০৩ জন শিশু। বাকি শিশুদের বাড়ি বাড়ি পৌছে দেবেন ৭১ জন এলাকা ভিত্তিক প্রতিনিধিরা।
মঞ্চে শিশুদের হাতে উপহার তুলে দিলেন –
শ্রীমতী ইন্দ্রানী রায়, জেলা শাসক সহধর্মিণী, বীরভূম
ফায়েজুল হক (কাজল শেখ), মাননীয় সভাধিপতি, বীরভূম জেলা পরিষদ
শ্রী বিধান রায়, জেলা শাসক ও জেলা সমাহর্তা, বীরভূম
শ্রী অনিন্দ্য সরকার, মহকুমা শাসক, সিউড়ী সদর , বীরভূম
মহঃ মোশারফ হোসেন, প্রোজেক্ট ডিরেক্টর, চন্দ্রযান- ৩
শ্রী সৌম্যজিৎ চ্যাটার্জি, অপারেশনাল ডিরেক্টর (সফটঅয়্যার মিশন)চন্দ্রযান- ৩ এর আত্মজন
শ্রী বিজয় কুমার দাই, বিজ্ঞানী, চন্দ্রযান- ৩ এর আত্মজন
শ্রী পার্থ দাসগুপ্ত , জেলা সমাজ কল্যাণ আধিকারিক, বীরভূম
শ্রী নিরুপম সিনহা , জেলা শিশু সুরক্ষা আধিকারিক, বীরভূম
সহ অনান্য় আধিকারিক, শিল্পী ও সাহিত্যিকবৃন্দ ।
এবং শুভেচ্ছা জানিয়েছেন –
ফায়েজুল হক (কাজল শেখ), মাননীয় সভাধিপতি, বীরভূম জেলা পরিষদ
শ্রী বিধান রায়, জেলা শাসক ও জেলা সমাহর্তা, বীরভূম
শ্রী রাজ নারায়ণ মুখার্জী , আই.পি.এস, জেলা আরক্ষাধ্যক্ষ, বীরভূম
শ্রীমতি নিতু শুক্লা,আই.এ.এস , অতিরিক্ত জেলা শাসক (সাধারণ), বীরভূম
শ্রী বিশ্বজিৎ মোদক , অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন), বীরভূম
শ্রী কৌশিক সিনহা , অতিরিক্ত জেলা শাসক ( জেলা পরিষদ), বীরভূম
শ্রী অনিন্দ্য সরকার, মহকুমা শাসক, সিউড়ী সদর মহকুমা, বীরভূম

Comments