Home » উৎসবে আনন্দদান » উৎসবের বাদ্যি বেজে গেল, হাসবে এবার পনেরো শ ষোল

উৎসবের বাদ্যি বেজে গেল, হাসবে এবার পনেরো শ ষোল

“উৎসবের বাদ্যি বেজে গেল,
হাসবে এবার পনেরো শ ষোল”
পরিকল্পনা মত জেলা জুড়ে শিশুর সার্ভের কাজ শেষ। আমাদের ৮২ জন প্রতিনিধি,  জাতি ধর্ম নির্বিশেষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সার্ভের ভিত্তিতে নির্বাচিত দুঃস্থ পরিবারের শিশু নির্বাচন করেছেন তার  পরিসংখ্যান নিম্নরূপ ।
আপামর সাধারণ মানুষই বীরভুম লাল মাটির দেশের পরিচালন শক্তি। বিগত বছর গুলির মত এবারও সকলে এগিয়ে এসে এই মহৎ কর্মসূচি সফল করে ১৫১৬ শিশুর মখে হাসি ফুটিয়ে উৎসব করে তুলুন সার্বজনীন।

বিস্তারিত আবেদন ২০২২ – https://birbhum.org/utsabe-anandadan-2022-appeal/
আপনি ও এই কর্মসূচি তে সক্রিয় ভাবে অংশগ্রহণ করুন।
একটির দাম ২৫০ টাকা, আপনি অন্ততঃ এক বা একাধিক শিশুর জামার দায়িত্ব নিন।
অনলাইন ডোনেশন লিংক : https://rzp.io/l/UtsabeAnandadan22
দেখুন বিগত বছরের “উৎসবে আনন্দদান” সফল কর্মসূচির বিস্তারিত –
উৎসবে আনন্দদান ২০২১ – https://birbhum.org/suad21/
উৎসবে আনন্দদান ২০২০ – https://birbhum.org/utsabe-anandadan-20-success/
উৎসবে আনন্দদান ২০১৯ – https://birbhum.org/sucess-uad19/
উৎসবে আনন্দদান ২০১৮ – https://birbhum.org/utsobe-anandadan-2018-thanks/
উৎসবে আনন্দদান ২০১৭- https://birbhum.org/uad23917/

Comments