দীর্ঘদিন আগে রামপুরহাট বাসস্ট্যান্ডের সামনে অস্থায়ীভাবে থামত সরকারি বাস। কিন্তু, একদশক আগে বেসরকারি বাস সংগঠনের সঙ্গে সরকারি বাসকর্মীদের মারধরের পর থেকেই স্টপেজ উঠে যায়। দুর্ভোগে পড়ে নিত্যযাত্রীরা। পুনরায় বাসস্ট্যান্ডে সরকারি বাসের স্টপেজের দাবিতে আন্দোলন শুরু করেন এলাকার বাসিন্দারা।
সেই উদ্যোগে সবুজ সংকেত দিয়েছে রাজ্য পরিবহন দফতর।
পরিবহন সূত্রে আরও জানা যায়
সিউড়িতে একটা সরকারি বাস ডিপো রয়েছে। কিন্তু, সেটা দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার। ফলে উত্তরবঙ্গের বাসের কিছুটা সমস্যা হয়। রামপুরহাটে উত্তরবঙ্গ বাসের ডিপো গড়ে উঠলে সেই সমস্যা থাকবে না।।
সূত্র :- সংবাদপত্র