Home » জেলার খবর » ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত ৩

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত ৩

এরাজ্যে কাজ সেরকম নেই,মজুরীও নেই তাই ভিন রাজ্যে কাজের জন্য যায় কানাচি গ্রাম পঞ্চায়েতের যুবকরা।গত দেড় মাস আগে কানাচি গ্রামের যুবক সাফারুল হক একই গ্রামের ছেলে রকি শেখ,তালুয়া গ্রামের ছেলে ফিরোজ শেখ মুম্বাই গিয়েছিল রাজমিস্ত্রির সঙ্গে কাজ করত।কিন্তু তাদের আর বাড়ি ফেরা হলো না।মুম্বাইয়ে বিল্ডিং ধ্বসে প্রাণ হারালেন এই রাজ্যের তথা বীরভূমের মল্লারপুর থানার কানাচি গ্রামের দুই যুবক ও তালুয়া গ্রামের এক।কানাচি গ্রামের সাফারুল হক(২৩),রকি শেখ(২০),তালুয়ার ফিরোজ শেখ(২২)।
সাফারুল হক ও সুরজ শেখ ওরা দেড় মাস আগে গিয়েছে।আর রকি ১৩ তারিখ কাজে যায়।১৪ তারিখ রকি শেখ মারা যায়।সাফারুলের দাদা জিনারুল হক জানাই এরাজ্যে কাজ খুব কম,বেতনের পরিমান ও কম।তাই কাজের জন্য ছেলেরা ভিন রাজ্যে পারি দেয়।গ্রামের মেম্বার জহিরউদ্দিন আলী জানাই গ্রামে প্রায় ১০০-১৫০ জন ছেলে বাইরে কাজ করে।এখানে ছেলেরা সব দিন কাজ পায়না। তাছাড়া মজুরি কম।তাই বাইরের রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় কানাচির দক্ষিণ পাড়ায় শোকের ছায়া নেমেছে।
মহম্মদ আজিজ আমাদের জানাই যে আমি কাজে ছিলাম অন্য জায়গায়।আমাকে অন্য একটা বন্ধু ফোনে বলে যে সাফারুল,রকি সুরজ বিল্ডিং ভেঙে ঢাকা পড়ে মারা গেছে।আমি গিয়ে দেখি যে পুরো পাঁচ তালার বিল্ডিং ভেঙে চাপা পড়ে আছে, অনেক লোক।তাড়াতাড়ি করে আমি আমার আরো বন্ধুরা উদ্ধার কাজে হাত লাগাই।ছোট গলির মধ্যে বিল্ডিংটা হওয়ায় জে.সি.বি. ,ক্রেন কিছু ঢোকেনি।তাই আমার কোদাল,গাইতো দিয়ে উদ্ধার কাজ শুরু করি, যখন ওদেরকে বের করি ততক্ষনে ওরা মারা গেছে।আর দেখি সফিকুল শেখ দুতলার উপর থেকে ঝাঁপ দিয়ে দেয়।ঝাঁপ দেয়ার কারণে ওর পা ভেঙে যায় ও রিয়াজুল শেখ ব্যাংকারের লোহার রড ঝুলে গেছিলো তাই ও প্রাণে বেঁচে যায়।
আজিজ বলে এই ভয়ঙ্কর দৃশ্য আমার চোখে সবসময় ভাসছে।
তথ্যঃ ভিক্টর
ভিডিও : মিরাজ ইসলাম

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments