Home » Wall of Help » আরও একটা পদক্ষেপ; সাক্ষী মনিরামপুর গ্রাম

আরও একটা পদক্ষেপ; সাক্ষী মনিরামপুর গ্রাম

হেমন্ত এসেছে। আর শীত একটু একটু করে জাঁকিয়ে বসতে শুরু করেছে। একদিকে চলছে মাঠে মাঠে ধান তোলার উৎসব, অন্যদিকে এই কাজকে ঘিরে মানুষের ব্যস্ততা তুঙ্গে। কিন্তু বীরভূম লাল মাটির দেশ আবারও পাশে দাঁড়িয়েছে সেইসব মানুষদের যাদের দিনের অর্ধেক সময় মাঠের কাজে কাটে।

২৪শে নভেম্বর ২০১৯ দুবরাজপুর ব্লকের অন্তর্গত নীলনির্জন ড্যাম্প সংলগ্ন মনিরামপুরের অধিবাসীদের কাছে ছিল অন্যরকম একটা দিন।

সারাদিন তারা বীরভূম লাল মাটির দেশকে পাশে পেয়ে উছ্বসিত। মুহূর্তের জন্য হলেও ভুলে থাকতে পেরেছে নিজেদের না পাওয়া গুলো।

“ওয়াল অফ হেল্প”

মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে বীরভূম লাল মাটির যে যে কর্মসূচি রূপায়ন করে “ওয়াল অফ হেল্প” তার মধ্যে অন্যতম। এই কর্মসূচির মাধ্যমে মনিরামপুর এলাকার মানুষরা পেয়েছেন অফুরান এক আনন্দ। পরিবার ভিত্তিক শীতবস্ত্র হাতে পেয়ে তাঁরা আনন্দিত। অন্যদিকে বিনামূল্যে চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান ছিল তাঁদের বিরাট প্রাপ্তি।শিশুবিশেষজ্ঞ ডাঃ অরণ্য দত্ত এবং ডাঃ মৃনাল সাহা ও ওনার টিম চিকিৎসা পরিষেবা সত্যিই প্রশংসনীয়। শীতের দুপুরে রোদের আদরে বীরভূম লাল মাটির দেশ দিনের খাওয়াদাওয়া টুকু ভাগ করে নিতে পেরেছে গ্রামবাসীদের সাথে।

মানুষকে সঙ্গে নিয়ে মানুষের মাঝে থেকে মানুষের কাজ করায় বিশ্বাসী বীরভূম লাল মাটির দেশ, আর সেই বিশ্বাসের জয় দেখলো মনিরামপুর গ্রামের মানুষজন। সামনে আরও অনেকটা পথ বাকি, সেই পথে পা মিলিয়ে আরও অনেক ইচ্ছেকে সঙ্গে নিয়ে বীরভূম লাল মাটির দেশ পৌঁছাতে চায় তার লক্ষ্যে।

Like us on Facebook : https://www.facebook.com/birbhumlalmatirdesh

এই কাম্পের সমস্ত ছবি দেখতে ক্লিক করুন : https://www.facebook.com/pg/birbhumlalmatirdesh/photos/?tab=album&album_id=2526360310916774

Comments